IATA রেজোলিউশন 850m (Passenger Agency Conference Resolutions Manual) অনুযায়ী, নীচে প্রদত্ত এডিএম পলিসি টেকঅফ ট্রাভেলসএর ট্রাভেলসএর সাথে চুক্তিবদ্ধ এয়ারলাইন্সগুলো প্রয়োগ করার অধিকার রাখে।
ADM পরিচিতি
যেকোনো ভুল, বুকিং ভায়োলেশন বা টিকিটের মুল্যের পার্থক্যের জন্য ট্রাভেল এজেন্টের কাছ থেকে এয়ারলাইনের পক্ষ হতে অর্থ আদায় করার দালিলিক উপায়কে এজেন্সি ডেবিট মেমো বা এডিএম (ADM) বলে। এজেন্টরা যে টিকিট বিক্রি করে বা বুক করে এর বিপরীতে রিপোর্ট করা অর্থের পরিমাণে কোনো অসামঞ্জস্য থাকলে তা সংশোধন করতেও এডিএম ব্যবহৃত হয়। এই আযাকাউন্টিং টুলটি এয়ারলাইন এবং এজেন্টদের লেনদেন নিষ্পত্তি করার একটি মাধ্যম। এডিএম-এর মাধ্যমে জরিমানার পরিমাণ কমাতে, একটি এজেন্সিকে এয়ারলাইনগুলোর বুকিং পলিসি ভালোভাবে বুঝে সেই অনুযায়ী টিকেট কাটতে হবে।
এয়ারলাইনগুলো সাধারণত যে সকল বুকিং পলিসি মেনে চলতে বলেঃ
1.
চার্নিং: টিকেটিং টাইম লিমিট বাড়ানোর জন্য বা GDS প্রোডাক্টিভিটি কোটা পূরণের জন্য অথবা অন্য কোনো কারণে বারবার বুকিং এবং ক্যান্সেল করলে তাকে চার্নিং বুকিং হিসেবে বিবেচনা করা হয়। ৩ বারের বেশি চার্নিং (বুকিং ক্যান্সেল করে পুনরায় ধরা) করলে চতুর্থ বা তার বেশি বারের ক্ষেত্রে এয়ারলাইন এডিএম চার্জ করতে পারে।
2.
টিকেটিং টাইম লিমিট (TTL): PNR-এ উল্লেখ করা তারিখ এবং সময়সীমার ভেতরে ট্রাভেল এজেন্টকে টিকিট ইস্যু করতে হবে অথবা টাইম লিমিট শেষ হবার আগে টিকেটের বুকিং বাতিল করতে হবে। সময় সীমা অতিক্রম হয়ে গেলে এয়ারলাইন বুকিং বাতিল করে দেবে।
3.
জাল/কাল্পনিক নাম: বুকিংটি আসল নাম নাকি জাল/কাল্পনিক নাম দিয়ে করা তা নির্ধারণ করতে এয়ারলাইন চেক করে থাকে। এয়ারলাইনগুলি নির্দিষ্ট জাল/কাল্পনিক নাম ধারণকারী সমস্ত বুকিং বাতিল করবে।
4.
অতিরিক্ত বুকিং ক্যান্সেলেশন: আন্তর্জাতিক রুটের জন্য 60% এর বেশি এবং অভ্যন্তরীণ রুটের ফ্লাইটের 50% এর বেশি বুকিং ক্যান্সেলেশনকে “মাত্রাতিরিক্ত ক্যান্সেলেশন” বিবেচনা করা হবে এবং সেক্ষেত্রে এয়ারলাইন এডিএম পাঠাতে পারে।
5.
ডুপ্লিকেট বুকিং: প্রতিটি PNR একই যাত্রী এবং/অথবা একই রুট এবং একই তারিখের জন্য ডুপ্লিকেট বুকিংয়ের জন্য চেক করা হবে। যে সকল ডুপ্লিকেট বুকিংএর বিপরীতে টিকেট কাটা হয়নি সেগুলো এয়ারলাইন বাতিল করে দেবে।
6.
অপর্যাপ্ত যোগাযোগের ঠিকানা: PNR তৈরি করার জন্য যাত্রীর যোগাযোগের ঠিকানা দেয়া বাধ্যতামূলক। ট্র্যাভেল এজেন্ট এবং প্যাসেঞ্জারের ফোন নম্বর, মোবাইল নম্বর, ই-মেইল ঠিকানা ইত্যাদি তথ্য বুকিং এর সাথে থাকা আবশ্যক। যোগাযোগের তথ্যের অপর্যাপ্ততার কারণে যাত্রা সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ প্রয়োজনে যাত্রীর সাথে যোগাযোগ করা সম্ভব না হলে তার জন্য সংশ্লিষ্ট এজেন্সি দায়ী থাকবে।
7.
পরীক্ষামূলক/প্রশিক্ষণ PNR: পরীক্ষামূলকভাবে বা প্রশিক্ষণের উদ্দেশ্যে ট্রাভেল এজেন্ট কোনো বুকিং করেছে কিনা তা চেক করা হয়। এয়ারলাইন সমস্ত পরীক্ষামূলক/প্রশিক্ষণ বুকিং বাতিল করবে।
8.
নো-শো: যখন কোনও যাত্রী ফ্লাইট মিস করেন, বা যখন কোনও ট্র্যাভেল এজেন্ট টিকিট কাটার পর যাত্রীর অপ্রয়োজনীয় টিকিট ক্যান্সেল করতে ব্যর্থ হন এবং ফ্লাইট ছেড়ে যায় সে ক্ষেত্রে এটি নো-শো হিসেবে বিবেচিত হবে। নো-শো বিমানের সিট ইনভেন্টরি নষ্ট করে। এয়ারলাইন্স এক্ষেত্রে নো-শো সেগমেন্ট এর পরের সমস্ত সেগমেন্ট বাতিল করবে। যে যাত্রী যাবে না তার টিকেট এয়ারলাইন ভেদে ২৪ বা ৭২ ঘণ্টা আগে বাতিল করার প্রয়োজন হতে পারে। নির্দিষ্ট এয়ারলাইনের পলিসি অনুসরণ করে পদক্ষেপ নিতে হবে।
9.
ওয়েটলিস্টের বুকিং: ট্রাভেল এজেন্টদের অবশ্যই ফ্লাইট ছাড়ার কমপক্ষে 72 ঘণ্টা আগে সমস্ত WL/HL সেগমেন্ট বাতিল করে সরিয়ে ফেলতে হবে। নতুবা এয়ারলাইন 72 ঘণ্টা আগে সমস্ত টিকিট-বিহীন ওয়েটলিস্টেড বুকিং বাতিল করবে এবং এর পরবর্তী সকল কনফার্মড সেগমেন্টও বাতিল করে দেবে।
10.
মিনিমাম কানেক্টিং টাইম (MCT): ট্রাভেল এজেন্টদের অবশ্যই মিনিমাম কানেক্টিং টাইম (একজন যাত্রীর কানেক্টিং ফ্লাইট থাকলে পরবর্তী ফ্লাইটে ওঠার জন্য যে সময় হাতে রাখা আবশ্যক) রেখে বুকিং তৈরি করতে হবে। MCT না রেখে করা বুকিংগুলি এয়ারলাইন বাতিল করে দেবে এবং ট্রাভেল এজেন্টকে ওয়ার্নিং পাঠাবে।
11.
ডুপ্লিকেট টিকেট: এয়ারলাইনগুলি এমন পিএনআরগুলো চেক করবে যেখানে একই টিকিট নম্বর একাধিক বুকিংয়ে ব্যবহার করা হয়েছে এবং ইস্যুকারী এজেন্টকে একটি সতর্কবার্তা পাঠানো হবে।
12.
পার্শিয়ালি টিকেটেড PNR: একাধিক প্যাসেঞ্জারযুক্ত PNR এ যদি সব নামের জন্য টিকিট ইস্যু করা না হয়, তাহলে এজেন্টকে একটি সতর্কবার্তা পাঠানো হবে এবং এরপরও কোনো পদক্ষেপ না নিলে, এয়ারলাইন PNR স্প্লিট করে টিকেট ইস্যু না হওয়া সমস্ত যাত্রীদের বুকিং বাতিল করে দেবে।
13.
ইনএক্টিভ সেগমেন্ট: ট্র্যাভেল এজেন্টদের অবশ্যই স্ট্যাটাস কোড HX, UN সহ সমস্ত অবাঞ্ছিত সেগমেন্টগুলো সরিয়ে ফেলতে হবে। উপরোক্ত স্ট্যাটাস কোড সহ সমস্ত ইনএক্টিভ সেগমেন্ট যদি ফ্লাইট ছাড়ার 72 ঘণ্টার আগে সরানো হয় না হয় তবে তা ভায়োলেশন হিসাবে বিবেচিত হবে।
14.
APIS ভায়োলেশন: IATA প্রদত্ত নীতিমালা অনুসারে Advance Passenger Information System (APIS) সংরক্ষণের জন্য আন্তর্জাতিক যাত্রার ক্ষেত্রে PNR-এ নিম্নলিখিত তথ্যগুলি অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে: ১। আইডেন্টিফিকেশন ফর্ম (FOID) ২। জন্ম তারিখ (DOB) ৩। লিঙ্গ।৪। অন্যান্য। এয়ারলাইনগুলি অসম্পূর্ণ তথ্য সহ বুকিংয়ের জন্য একটি সতর্কতা পাঠাবে এবং API (Advance Passenger Information) না থাকলে PNR বাতিল করা হতে পারে।
15.
গ্রুপ বুকিং: গ্রুপ বুকিংগুলি এয়ারলাইনের নির্দিষ্ট পলিসি অনুসারে অডিট করা হবে, কোনো লঙ্ঘন ধরা পড়লে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
16.
গ্রুপ গোপন করে বুকিং করলেঃ: এজেন্ট যদি কয়েকটি ছোট ছোট বুকিং এর মাধ্যমে গ্রুপ পাঠাতে চেষ্টা করে তা চেক করে এয়ারলাইন দায়ী এজেন্সিকে সতর্কবার্তা পাঠাবে।
17.
প্যাসিভ বুকিং: শুধুমাত্র টিকেট ইস্যুর সুবিধার্থে যদি প্যাসিভ সেগমেন্ট তৈরি করা হয় এবং টিকেট কাটার সাথে সাথে ক্যান্সেল করে দেয়া হয়, তবেই প্যাসিভ সেগমেন্ট গ্রহণযোগ্য। জিডিএস এর প্রোডাক্টিভিটি কোটা পূরণ বা ফেয়ার রুল এড়িয়ে টিকেট কাটার জন্য প্যাসিভ সেগমেন্ট ব্যবহারের অনুমতি নেই।
18.
নাম পরিবর্তন: যাত্রীর নামের ভুল বানান সংশোধনের উদ্দেশ্যে ছাড়া অন্য কারণে রিজার্ভেশনে নাম পরিবর্তন অনুমোদিত নয়। সিট ক্যান্সেলেশন এড়াতে ভুল বানান সংশোধনে সহায়তার জন্য এয়ারলাইনের সেন্ট্রাল রিজার্ভেশন কন্ট্রোলের সাথে যোগাযোগ করুন।
19.
কুপন সিকোয়েন্স: যাত্রীকে অবশ্যই তার টিকিটে দেখানো যাত্রাপথের ক্রম অনুসারে ভ্রমণ করতে হবে। সিকোয়েন্স ব্রেক যাত্রা এয়ারলাইন্স দ্বারা দৃঢ়ভাবে নিষিদ্ধ।
20.
সঠিক টিকিট: ভিজিট ভিসা-ধারী যাত্রীদের রিটার্ন টিকিট বুকিং করে শুধুমাত্র একটি সেগমেন্টের বিপরীতে টিকেট ইস্যু করা যাবে না।
21.
ওডি ভায়োলেশন অথবা পিওসি ভায়োলেশন: নির্দিষ্ট অরিজিন এবং ডেস্টিনেশনের জন্য যাত্রার সিকোয়েন্স অনুসারে এয়ারলাইন যে আরবিডি নির্ধারণ করে দেবে সেই অনুসারে বুকিং ও টিকেটিং করতে হবে। অরিজিন ডেস্টিনেশন বাইপাস করে নির্ধারিত ফেয়ারের থেকে কম ফেয়ার ক্লাস বুক করার জন্য সেগমেন্ট ম্যানিপুলেট করে বুকিং করলে তা ওডি ও পিওসি ভায়োলেশন বিবেচিত হবে। যেমন, এমিরেট্স এয়ারলাইনএ, DAC-SIN ফ্লাইট যদি DXB ঘুরে যায়, সেটি বুকিং করার পরে DXB-SIN সেগমেন্ট ক্যান্সেল করলে OD বা POC ভায়োলেশন হবে এবং এয়ারলাইন এজেন্সিকে এডিএম পাঠাবে। উপরে উল্লিখিত কারণ ছাড়াও এয়ারলাইন তাদের পলিসি ভায়োলেশনের জন্য এজেন্সিকে ADM পাঠাতে পারে। ADM এড়াতে অনুগ্রহ করে নির্দিষ্ট এয়ারলাইনের বুকিং নীতি মেনে চলুন। কোনো এজেন্সি বুকিং বা টিকেটিং এর জন্য ADM পেলে সেটি শুধুমাত্র এজেন্টের দায়িত্ব। এজেন্টদের করা বুকিংয়ের জন্য টেকট্রিপ লিলিটেড কোনো দায়-দায়িত্ব নেবে না।
উপরে উল্লিখিত কারণ ছাড়াও এয়ারলাইন তাদের পলিসি ভায়োলেশনের জন্য এজেন্সিকে ADM পাঠাতে পারে। ADM এড়াতে অনুগ্রহ করে নির্দিষ্ট এয়ারলাইনের বুকিং নীতি মেনে চলুন। কোনো এজেন্সি বুকিং বা টিকেটিং এর জন্য ADM পেলে সেটি শুধুমাত্র এজেন্টের দায়িত্ব। এজেন্টদের করা বুকিংয়ের জন্য টেকঅফ ট্রাভেলসএর কোনো দায়-দায়িত্ব নেবে না।